কোন অপারেটিং সিস্টেম কার জন্য ?
Published: 2021-04-27 07:30:00

অপারেটিং সিস্টেম ব্যবহার করার পূর্বে আমাদের জানতে হবে যে আসলে অপারেটিং সিস্টেম টা কি, কিভাবে কাজ করে?
আসুন প্রথমে জানি অপারেটিং সিস্টেম কি?
প্রত্যেক Computer System এর জন্য OS একটি গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটার ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেমের সাথে কমবেশি সম্পর্ক রয়েছে। বর্তমান সময়ে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার কল্পনা করা যায় না। অপারেটিং সিস্টেম হলো এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা কম্পিউটারের বিভিন্ন Components এবং Resources যেমন, main memory, peripheral device, cpu ইত্যাদি পরিচালনা এবং সার্বিক ব্যবস্থাপনা করে থাকে। কম্পিউটারের যাবতীয় কার্যবলী সঠিক ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য অপারেটিং সিস্টেম আবশ্যক।
অপারেটিং সিস্টেম হচ্ছে একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের সকল অপারেশন সম্পাদন এবং Control করে। অপারেটিং সিস্টেম ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে স্বচ্ছ পর্দার ন্যায় কাজ করে।
আমাদের দেশে যে সকল অপারেটিং সিস্টেম আছে :
পৃথিবীতে অনেক অপারেটিং সিস্টেম আছে। তার ভেতর কিছু অপারেটিং সিস্টেম বহুল ভাবে ব্যবহৃত হয়। আমাদের দেশে যে অপারেটিং সিস্টেম টি বেশি ব্যবহৃত হয় তা হচ্ছে, মোবাইলের ক্ষেত্রে অ্যানড্রয়েড এবং কম্পিউটার বা ল্যাপটপের জন্য উইন্ডোজ। সার্ভারের জন্য Linux অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। তাছাড়া Mac os ও এখন বেশ ব্যবহৃত হচ্ছে। এছাড়া Unix Os ও Chrome OS রয়েছে। Chrome অপারেটিং সিস্টেমটি গুগলের নতুন অপারেটিং সিস্টেম। এটি গুগলের হাত ধরে বাজারে রাজ করবে।
কোন অপারেটিং সিস্টেম টি আপনার জন্য?
অপারেটিং সিস্টেম বাছার করবেন আপনি কি কাজ করবেন তার উপর নির্ভর করে। যদি আপনি গেইম খেলতে পছন্দ করেন বা গেইমার হন তবে আপনার জন্য Windows 10 অপারেটিং সিস্টেমটি। উইন্ডোজ-১০ এর জন্য যত গেইম তৈরি করা হচ্ছে তা আর অন্য কোন অপারেটিং সিস্টেমের জন্য বানানো হচ্ছে না। ম্যাক অপারেটিং সিস্টেমে গেম খেলা হয় কিন্তু উইন্ডোজের তুলনায় কম।
আপনি যদি সাধারণ ইউজার হন তবে উইন্ডোজ বা ম্যাক যে কোন অপারেটিং সিস্টেমটি আপনি ব্যবহার করতে পারবেন। উইন্ডোজের সফটওয়্যার বানায় মাইকোসফট আর হার্ডওয়্যার বানায় Lenove, Dell, HP, Aser ইত্যাদি কোম্পানি। ম্যাক অপারেটিং সিস্টেমের hardware ও software Apple নিজেই তৈরি করে। এটি পৃথিবীর সেরা কোম্পানি গুলের মধ্যে একটি।
আপনি যদি হ্যাকিং রিলেটেড কাজ করেন বা আপনার প্রফেসান যদি হ্যাকার হয় তবে আপনার জন্য কালি লিনাক্স অপারেটিং সিস্টেম। এখন প্রশ্ন হতে পারে যে কালি লিনাক্স কেন? অন্য কোন অপারেটিং সিস্টেম দিয়ে হ্যাকার হওয়া যাবে না। উত্তর হল, যাবে। তবে হ্যাকিং এর জন্য যে টুলস গুলো দরকার সে গুলো কালি লিনাক্স এ পাওয়া যায়। তাই হ্যাকিং এর জন্য কালি লিনাক্স সবচেয়ে ভালো। কালি লিনাক্স হল ওপেনসোর্স অপারেটিং সিস্টেম। যারা আডভান্স লেবেলে কাজ করতে চান তাদের জন্য এই অপারেটিং সিস্টেম টি। কারণ এটির Troubleshooting System খুবই কঠিন।
এখন খুব সহজেই বুঝতে পারবেন কোন অপারেটিং সিস্টেমটি আপনি আপনার কাজের জন্য ব্যবহার করবেন।